Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষষ্ঠবারে ইইউ নিষেধাজ্ঞার কবলে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জান্তা সরকার ক্ষমতা নেয়ার পর ষষ্ঠ দফায় মিয়ানমারের কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নিষেধাজ্ঞার লক্ষ্য দেশটির ৯ কর্মকর্তা ও ৭ ব্যবসা প্রতিষ্ঠান । খবরে বলা হয়, নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে মিয়ানমারের জ্বালানিমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সেনাবাহিনীকে জ্বালানি, অস্ত্র ও তহবিল সরবরাহকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এর মাধ্যমে সব মিলিয়ে ইইউর নিষেধাজ্ঞার কবলে পড়ল মিয়ানমারের ৯৩ জন ব্যক্তি ও ১৮ প্রতিষ্ঠান। দুই বছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হাতে তুলে নেয় দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ