Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুই মন্ত্রীসহ ৩২ ইরানির ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইরানের সংস্কৃতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, গোয়েন্দা কর্মকর্তা, আইন প্রণেতাসহ ৩২ জন ইরানি এবং দুটি সংস্থার ওপর ইউরোপীয় ইউনিয়ন সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিক্ষোভকারীদের ওপর নেওয়া কঠোর ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ বলেছে, তারা ‘ইরানে গুরুতর মানবাধিকার লংঘনে’ জড়িত থাকার কারণে ৩২ জন কর্মকর্তার ওপর সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং দুটি সংস্থার সম্পদ জব্দ করেছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ এক পর্যায়ে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের ধর্মতন্ত্রের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। ইরানের মানবাধিকার কর্মীদের মতে, বিক্ষোভে কমপক্ষে ৫২৯ জন নিহত হয়েছে। এ ছাড়াও ভিন্নমতকে দমন করার চেষ্টায় কর্তৃপক্ষ আরো ১৯ হাজার ৭০০ জনকে আটক করেছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ