Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্তিশালী স্বেচ্ছাসেবক সামরিক বাহিনী গঠন করবে বেলারুশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই শক্তিশালী স্বেচ্ছাসেবক সামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে বেলারুশ। সোমবার বেলারুশের প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দেন। পূর্ব ইউরোপের এই দেশটির স্বেচ্ছাসেবক এই সামরিক বাহিনীর আকার হবে এক লাখ থেকে দেড় লাখ সদস্যের। এমনকি প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে। এতে বলা হয়েছে, বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো একটি নতুন স্বেচ্ছাসেবক আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, সবাই যেন জানে কীভাবে ‘অস্ত্র পরিচালনা করতে হয়’ ও আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে হয় এবং শান্তির সময়ে জনশৃংখলা বজায় রাখতে প্রস্তুত থাকতে হয়। লুকাশেঙ্কো তার নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ‘পরিস্থিতি সহজ নয়। আমি একাধিকবার বলেছি: প্রতিটি মানুষকে অন্তত অস্ত্র পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত। অন্তত নিজের পরিবারকে রক্ষা করার জন্য এটা শেখা উচিত। আর যদি প্রয়োজন হয় তাহলে নিজের বাড়ি, নিজের জমি এবং প্রয়োজনে নিজের দেশকে রক্ষার জন্য (এটা কাজে লাগবে)।’ এক বছর ধরে যুদ্ধ করছে বেলারুশের দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেন। এক বছর আগে ইউক্রেনে সৈন্য পাঠাতে রাশিয়াকে বেলারুশের মাটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। এছাড়া তিনি প্রায়শই বলে থাকেন, বেলারুশে আক্রমণ হলেই তার সেনাবাহিনী যুদ্ধ করবে। লুকাশেঙ্কো সোমবার বলেছেন, ‘আগ্রাসনমূলক আচরণের ক্ষেত্রে প্রতিক্রিয়া বা জবাব দ্রুত, কঠোর এবং উপযুক্ত হবে।’ বেলারুশের প্রতিরক্ষমন্ত্রী ভিক্টর ক্রেনিন বলেছেন, আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে এক লাখ থেকে দেড় লাখ স্বেচ্ছাসেবক বা প্রয়োজনে আরও বেশি থাকেবে। আধাসামরিক বাহিনীর এই গঠন সুষমভাবে প্রতিটি গ্রামে ও শহরে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ