Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএ বর্ষসেরা টি-২০ একাদশে মুস্তাফিজ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা দলে বাংলাদেশের ৩
স্পোর্টস রিপোর্টার : কয়েকদিন আগে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার একই দিনে আরো দুটি সুসংবাদ পেলেন কাটার মাস্টার। এক. ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি। দুই. ভারতের জনপ্রিয় অনলাইন মিডিয়া টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও রয়েছেন তিনি। টিওআই-এর এই বর্ষসেরা দলে মোস্তাফিজের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আরো দুই প্রতিনিধি, সাকিব আল হাসান ও আল আমিন হোসেন। বিপিএলে আলো ছড়ানো আফগান হার্ডহিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদও আছেন সেই দলে। দলটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ভারতের বিরাট কোহলি। এ ছাড়া টিম ইন্ডিয়ার আরেক সদস্য জসপ্রীত বুমরাহ আছেন একাদশে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০১৬ সালে আন্তর্জাতিক, সানরাইজার্স হায়দারাবাদ ও কাউন্টির সাসেক্সের হয়ে সর্বসাকুল্যে মোট ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ। এতে ১৮.১০ গড়ে ৬.৬৮ ইকোনোমিতে নিয়েছেন ৩৭ টি উইকেট। সেরা বোলিং ফিগার ছিলো ২২ রানে ৫ উইকেট।
টিওআই টি-২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), মার্টিন গাপটিল, মোহাম্মদ শাহজাদ, জো রুট, জস বাটলার, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মিচেল স্যান্টনার, মোস্তাফিজুর রহমান, জসপ্রীত বুমরাহ, আল আমিন হোসেন।
সিএর টি-২০ দল : ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বেহারডিন, শহীদ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা ও মুস্তাফিজুর রহমান।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ