মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সংসদের (কংগ্রেসের) আইনপ্রণেতা জর্জ সান্তোসের বিরুদ্ধ অভিযোগ ওঠেছে, নির্বাচনী হলফনামায় অসংখ্য মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। এবার এ বিষয়টি নিয়ে একটি টিভি অনুষ্ঠানে কথা বলেছেন জর্জ। নিজেকে ‘অনেক বড় মিথ্যাবাদী আখ্যা দিয়ে জর্জ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মিথ্যা বলে আসছেন তিনি। টক টিভির উপস্থাপক পিয়ার্স মরগানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এ আইনপ্রণেতা দাবি করেছেন, তিনি চাপে পড়ে মিথ্যা বলেছেন। কিন্তু কখনো মানুষকে ‘ঠকানোর জন্য এ কাজ করেননি।’ এর বদলে, ‘স্থানীয়ভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে মিথ্যার আশ্রয় নিয়েছেন।’ জর্জ সান্তোস যুক্তরাষ্ট্রের সংসদের আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, তিনি তার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এ প্রতিবেদনের পর জর্জের সম্পর্কে আরও তথ্য সামনে আসতে থাকে। জানা যায়, প্রতারণার অভিযোগে ব্রাজিলে জর্জ বিচারের মুখোমুখি হয়েছিলেন। এছাড়া ক্যাম্পেইনের খরচ, গোল্ডম্যান সাচের হয়ে কাজ করা এবং নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে মিথ্যাচার করেছেন। পিয়ার্স মরগানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জর্জ জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন নিয়ে মিথ্যা বলায়’ তিনি সবচেয়ে বেশি অনুতপ্ত। পিয়ার্স তাকে জিজ্ঞেস করেন, বিশ্ববিদ্যালয় নিয়ে কেন মিথ্যা বলেছেন? এ প্রশ্নের জবাবে জর্জ বলেছেন, ‘সমাজের কারণে, চাপের কারণে, যেটি আমি অর্জন করতে পারিনি।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।