Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরল গৃহবধূ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঘটনাটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের। সেখানে বান্দারা কালিতা নামের এক গৃহবধূ পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামী ও শাশুড়িকে হত্যা করেছেন। আর এরপর তাদের দেহের অংশ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন। পুলিশ জানায়, ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করি দেবীকে হত্যা করেন। এরপর তাদের লাশ খণ্ডবিখণ্ড করে ভরে রাখেন ফ্রিজে। আরো জানায়, হত্যার তিন দিন পর স্বামী ও শাশুড়ির লাশের খণ্ডাংশ গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে ফেলে দিয়ে আসেন ওই নারী ও তার প্রেমিক। পরে ওই নারীকে নিয়ে খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ