Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডে, টি-২০ সিরিজ থেকে ছিটকে পড়লেন মুশফিক

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নট আউট ৬৭, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নট আউট ৪২। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ম উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ৫৭ বলে ৬২ রানের পার্টনারশিপে অবদান রাখা এই মিডল অর্ডারেই কিন্তু ৩৪২’র চ্যালেঞ্জটা কঠিন মনে হয়নি বাংলাদেশের। তার ইনজুরিটাই ম্যাচ থেকে বাংলাদেশকে ফেলেছে পুরোপুরি ছিটকে। কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন মুশফিকুর রহিম। তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০৮ ডিসমিসালে এই সিরিজেই চোখ ছিল তার জিম্বাবুয়ে লিজেন্ডারী উইকেট কিপার এন্ডি ফ্লাওয়ারের ডিসমিসালের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়া। আর ৯টি ডিসমিসাল হলেই ছাড়িয়ে যাবেন তিনি এন্ডি ফ্লাওয়ারকে। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টানা ম্যাচের সেঞ্চুরিও ছিল হাতের নাগালে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ার পর তিন ফরমেটের ক্রিকেট মিলে টানা ৯২ ম্যাচ খেলে টানা ম্যাচে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটাও করে ফেলেছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে কুইক সিঙ্গল নিতে যেয়ে সেই যে পেলেন চোট, সেই হ্যামেস্ট্রিং ইনজুরিটাই কাল হয়ে দাঁড়াল বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে বেসিকে সবার চেয়ে আলাদা এই মিডল অর্ডার। ৪৮ ঘণ্টা পর আজ তার এমআরআই স্ক্যান করানোর কথা। তার আগেই ফিজিও’র রিপোর্টের আলোকে ২ সপ্তাহ পুরোপুরি বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুরকে। ২১ মাস আগে নেলসনে যে ছেলেটির ৪২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে স্কটল্যান্ড বাধা পেরিয়ে ৩১৯ চেজ করে জিতেছে বাংলাদেশ, সেই নেলসনে বাংলাদেশ ফিরতি ম্যাচে পাচ্ছে না সেই ব্যাটসম্যানকে! ওয়ানডে সিরিজের শেষ ২টি ম্যাচ তো দূরের কথা, ৩ ম্যাচের টি-২০ সিরিজেও খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। আজ স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়লে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়বেন মুশফিকুর।  
ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকে মুশফিকুর রহিমের ছিটকে পড়ার দুঃসংবাদ গতকাল সংবাদ সম্মেলনে দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহেÑ ‘স্ক্যান না করলেও ‘হ্যামস্ট্রিং টিয়ার’ বোঝা যাচ্ছে।  এই অবস্থায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে মুশফিকুরকে। তবে দ্রুতই অবস্থার উন্নতি হচ্ছে। আমি আজ (গতকাল) পুলে তাকে দেখেছি। মুশফিকুর প্রস্তুতির ব্যাপারে খুবই সজাগ। আমি নিশ্চিত করে বলতে পারি, ইনজুরিতে পড়েও সে একই কাজ করবে। আমরা যা ধারণা করছি, তার আগেই তৈরি হবে সে, এটাই মনে হচ্ছে।’
দলের অন্যতম সেরা ক্রিকেটারকে পরিস্থিতির মুখে রাখতে হচ্ছে একাদশের বাইরে, তাতে কপালে দুর্ভাবনার ভাঁজ পড়েছে অধিনায়ক মাশরাফিরÑ ‘ বড় ক্ষতি হয়ে গেল। কারণ, মুশফিক দারুণ খেলছিল! তাছাড়া ওর বদলে যেই খেলুক, ওর তো বিকল্প তো আর হবে না।’ মুশফিকুরের ইনজুরিকে বড় ধরনের ধাক্কা মনে করছেন হাতুরুসিংহেওÑ ‘অবশ্যই এটি বড় ধাক্কা। সে শুধু দলের অন্যতম সেরা ব্যাটসম্যানই নন, আমাদের একজন অপরিহার্য উইকেটকিপারও। তবে এটা খেলারই অংশ।’ ইনজুরির কারণে মুশফিকুর ছিটকে পড়ায় তার রিপ্লেশমেন্ট হিসেবে ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা উইকেট কিপার নুরুল হাসান সোহানকে নেয়া হয়েছে স্কোয়াডে। শুধু স্কোয়াডেই নেয়া হয়নি, দলে অন্য কোন বিকল্প উইকেট কিপার না থাকায় আজ ওয়ানডে অভিষেক হবে সোহানের। গতকাল তা নিশ্চিত করেছেন হাতুরুসিংহেÑ ‘যদি মুশফিক থাকতো, তাহলে বিকল্প নির্বাচন আমাদের জন্য কঠিন হয়ে যেতো। সোহান দলে এসেছে। অন্যদের মতো তারও ব্যাটিং করার সামর্থ আছে। যদিও সে পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তারপরও সে তার দায়িত্ব পালন করতে পারবে, এব্যাপারে তার উপর আমাদের ভরসা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ