Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগে দল নির্বাচনে হস্তক্ষেপ করতাম, এখন করি না-পাপন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৪ পিএম

জাতীয় দল নির্বাচন নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ নিয়ে একটা সমালোচনা আছে বাংলাদেশের ক্রিকেটে। তার মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল চন্ডিকা হাথুরুসিংহের আমল নিয়ে। লঙ্কান এই কোচকে পুনরায় আনার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিসিবি প্রধানের। দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাপন হাথুরুসিংহের পুনরায় নিয়োগ ইস্যুতে কথা বলার পাশাপাশি দল নির্বাচনের বিষয়েও কথা বলেন।

হাথুরুসিংহেকে আবারও বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ নিয়ে এক সাক্ষাৎকারে পাপন বলেন,‘হাথুরুকে পুরো সময় পাওয়া যাবে। এছাড়া আর যারা ছিল তারা কেউই পুরো সময় দিতে পারবে না। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তাদের ছেড়ে দিতে হতো। আমাদের পছন্দের তালিকায় যারা ছিল, তাদের অনেকে আবার বর্তমান চাকরিতে আগামী বছর পর্যন্ত চুক্তিবদ্ধ। কিন্তু আমাদের তো সামনেই বিশ্বকাপ। এখনই কোচ লাগবে।’

লঙ্কান এই কোচকে দলের ক্রিকেটাররাও চেয়েছে বলে জানান পাপন। তিনি বলেন, ‘প্লেয়ারদের সঙ্গেও কথা বলেছি। বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে। আমি কয়েকজন কোচের একটা লিস্ট করেও ওদের দেখিয়েছি। প্রায় সবাই হাথুরুসিংহের কথাই বলেছে। দু’একজন অবশ্য বলেছে, আপনি যা ভালো মনে করেন।’

সেই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাপন কথা বলেন দল নির্বাচন নিয়েও। দল নির্বাচনে আপনি সরাসরি হস্তক্ষেপ করেন এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘সত্যি বলতে আগে করতাম। এবার দায়িত্ব নেওয়ার পর থেকে আর করি না। দু’একবার সরাসরি হস্তক্ষেপ করেছি, যা করা ঠিক হয়নি। যার যার বিভাগের কাজ, সে দেখবে। কোনো সমস্যা হলে শুধু আমাকে জানাবে। আমি আর আগের মতো সব ব্যাপারে থাকতে চাই না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ