Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই-এক জন বাদে সবাই পরিচিত এবার বেটার কিছু হবে-সোহান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৫ পিএম

দ্বিতীয় দফায় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগের রাতে ঢাকায় এসে আজ (২১ ফেব্রুয়ারি) মিরপুরে কেটেছে তার ব্যস্ত সময়। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানে বিশ্বাস এবার আরও ভালো কিছু হবে।

দুই বছরের চুক্তির কাজ শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে। সকালেই মিরপুরে চলে আসলেন শিষ্যদের নিয়ে কর্মযজ্ঞ সাজাতে। বিপিএল শেষে দুই-একজন ওমরাহ পালনে দেশের বাইরে হলেও বাকিরা ছিলেন আজকের অনানুষ্ঠানিক ক্যাম্পে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সহ হাথুরুসিংহের পূর্ব পরিচিত অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।

ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য, বোর্ড কর্তা প্রায় সব বিভাগেই প্রথমদিন সাক্ষাৎ করেছেন টাইগার কোচ। মিরপুরে কাটিয়েছেন প্রায় ৬ ঘন্টা সময়। পরে সাংবাদিকদের সাথে তাকে নিয়ে কথা বলেন সোহান। তিনি জানান, ‘আমার কাছে যেটুকু মনে হয় যে পরিকল্পনা অনুযায়ী ও (হাথুরুসিংহে) খুব ভালো এবং টেকনিক্যাল যে জিনিসগুলো আছে। ও ওইভাবে হোমওয়ার্ক করেই এসেছে এবং মনে হয় হয়তো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে হয়তো ইনশাআল্লাহ।’

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেছেন বাংলাদেশে। শুরু আর শেষে গড়ে দিয়েছেন কিছু পার্থক্য। সোহানের বিশ্বাস এবারের মেয়াদেও ভালো কিছু হবে। তিনি যোগ করেন, 'আমার কাছে মনে হয় ও প্রথম যেখানে এসেছিল যেখানে শেষ করেছিল তখনকার থেকে অনেক কিছু চেঞ্জ আছে। বেশিরভাগ সবাই হয়তো ওর পরিচিত এক-দুইজন বাদে। কাজ করতেও আমার কাছে মনে হয় যে সুবিধা হবে।'

এছাড়া সোহান বলেন,‘যেহেতু বিসিবিও তাকে নিয়ে এসেছে। লাস্ট টাইম যখন ছিল তার থেকে যে কিছুটা চেঞ্জ আছে সেগুলো সে ভালো মতো জানে। ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় সবশেষ যখন যে ছিল যে ফলাফল বাংলাদেশের ছিল তার থেকে অবশ্যই বেটার আমরা আশা করছি, হওয়া উচিত। কারণ তিন-চার বছর আগে বাংলাদেশ যে জায়গায় ছিল আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে আগাচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ