Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সেঞ্চুরিতে উজ্জ্বল সাইফ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

৬ বছর পর নাসিরের সেঞ্চুরি, রাজ্জাকের ২৬তম ৫ উইকেট
স্পোর্টস রিপোর্টার : জাতীয় লিগে ৫ম রাউন্ডের প্রথম দিনটিতে একচ্ছ্বত্র আধিপত্য বিস্তার করেছিলো বোলাররা। তবে পরের দিনই সেই বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে ব্যাটসম্যানরা। প্রথম দিনে ঢাকা বিভাগের রকিবুল হাসানের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিষিক্ত সাইফ হাসান। রাজশাহীর জহুরুল ইসলাম অমি ও চিটাগাংয়ের ইরফান শুকুর ১০ রানের জন্য বঞ্চিত হলেও তিন অঙ্কের দেখা পেয়েছেন তাসামুল হক। সবচেয়ে আলোকিত ব্যাটিংটি ছিলো জাতীয় দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেনের। সিলেটের বিপক্ষে রংপুরের হয়ে ১০৫ রানে অপরাজিত আছেন মিস্টার ফিনিশার। তবে এই ব্যাটসম্যানদের ভিড়ে বোলিং দ্যুতি ছড়িয়েছেন আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম বার ৫ উইকেট নিয়েছেন এই স্পিন জাদুকর।
দূর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে অভিষেকটা রাঙিয়ে রাখলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম শতকে সাড়ে তিনশ’ ছাড়ানো ঢাকা লিডের আশা জাগিয়েছে। তবে খুলনার সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখে ক্রিজে আছেন তুষার ইমরান। প্রথম ইনিংসে ৩৬৬ রান করে ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম বার ৫ উইকেট নিয়ে মোহাম্মদ শরীফের দলের সংগ্রহ আরও বড় হতে দেননি আব্দুর রাজ্জাক। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চর রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ডধারী তুষার ৭১ রানে ব্যাট করছেন। তার ৯৩ বলের ইনিংসটি গড়া ১১টি চারে। ১০৩ রানে ৫ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাক। আগের দিন ২ উইকেট পাওয়া অধিনায়ক এদিন নেন শেষ ৩ উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬তম বার এই মাইলফলক ছুঁলেন ঘূর্ণির জাদুক। পেসার আল আমিন হোসেন ৩ উইকেট নেন ৯২ রানে।
তাঁর জাতীয় দলের সতীর্থরা এখন ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। নাসির হোসেনও বসে নেই, তিনি ব্যস্ত জাতীয় লিগ নিয়ে। বারবার দলের বাইরে থাকা জাতীয় লিগে সিলেটের সঙ্গে নিজের কাজটা করে রাখলেন রংপুরের এই ব্যাটসম্যান। নাসিরের সেঞ্চুরিতে দিনটা আজ স্বস্তিতে শেষ করেছে রংপুর। আগের দিনের ৬ উইকেটে ২০৩ রানের সঙ্গে ৪ উইকেটে ৬৯ রান যোগ করে আজ প্রথম ইনিংসে সিলেট অলআউট ২৭২ রানে। ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে রংপুরও। ২৯ রানে তারা হারিয়েছে ৪ উইকেট। নাসিরের লড়াই শুরু এরপরই। তাঁর প্রথম রানই এসেছে বাউন্ডারি থেকে। ৭৩ বলে করেছেন ফিফটি। এর মধ্যে বাউন্ডারি থেকে পেয়েছেন ৩৪ রান। সেঞ্চুরি পেয়েছেন ১৩২ বলে। দিন শেষে অপরাজিত ১০৫ রানে। ইনিংস সাজিয়েছেন ১৪টি চার ও ১টি ছয়ে। রংপুর দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭৫ রান তুলে। ছয় বছর পর জাতীয় লিগে সেঞ্চুরি পেলেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটি আড়াই বছর আর যেকোনো ম্যাচের হিসেবে দেড় বছর। অবশ্য মিডল ও লোয়ার মিডল অর্ডারে নেমে ৩৫-এর ওপরে গড় বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটটাও ভালো খেলেন এই অলরাউন্ডার।
এছাড়া তাসামুল হকের দশম শতকে প্রথম ইনিংসে তিনশ’ ছাড়ানো চট্টগ্রাম লিড নেওয়ার পথে রয়েছে। ক্যারিয়ারে ২০তম বারের মতো পাঁচ উইকেট নিয়েও দলের পিছিয়ে পড়া ঠেকাতে পারেন সাকলাইন সজীব। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান। মুক্তার আলী ১ ও সাকলাইন ২ রানে ব্যাট করছেন। ২ উইকেট হাতে থাকা দলটি পিছিয়ে আছে ৯২ রানে। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার বাঁহাতি স্পিনার সাকলাইন।
আর বড় সাভারের বিকেএসপি-৩ নম্বর মাঠে কোন ঘটনা ছাড়াই এগুচ্ছে ঢাকা মেট্রো ও বরিশালের ম্যাচটি। আগের দিন ২৫৫ রানে ৭ উইকেট হারানো মেট্রো অলআউট হয়েছে আর মাত্র ৩৭ রান যোগ করে (২৯২)। ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন মুনর হোসেন। জবাবে ২য় দিন শেষে ৫ উইকেট হারানো বরিশাল ১ম ইনিংসে জুটিয়েছে ১৬৫ রান। আল-আমিন আছে ৪৫ রানে, ৪০ রান নিয়ে ব্যাট করছেন মনির।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-খুলনা
ঢাকা ১ম ইনিংস : ১০৩.৩ ওভারে ৩৬৬ (মজিদ ২৪, জয়রাজ ৪৫, সাইফ ১০৯, রকিবুল ১১১, সাব্বির ১*; আল আমিন ৩/৯২, আশিক ২/৬০, রাজ্জাক ৫/১০৩)। খুলনা ১ম ইনিংস : ৪৫.৫ ওভারে ১৯৫/৫ (মেহেদী ৩৭, হাসান ৩১, এনামুল ১২, তুষার ৭১*, মিঠুন ৩৪, সাব্বির ২/২৬, নাজমুল ২/৫৪, তাইবুর ১/১৬)
সিলেট-রংপুর
সিলেট ১ম ইনিংস : ১১৫ ওভারে ২৭২ (ইমতিয়াজ ৩০, রাজিন ২৫, কাপালী ১৮, জাকের ৮৮, ফেরদৌস ৩৬, শাহানুর (আহত অবসর) ১৭, জায়েদ ৪*; আলাউদ্দিন ১/৩৫, সাজেদুল ১/৪১, সাদ্দাম ২/৪৯, শুভ ৩/৭২, মাহমুদুল ১/২৪, নাসির ১/১৪)। রংপুর ১ম ইনিংস : ৫৪ ওভারে ১৭৫/৫ ( নাসির ১০৫*, ধীমান ২৬, আরিফুল ১৫*; জায়েদ ১/৪২, খালেদ ৪/৩৭)

চট্টগ্রাম-রাজশাহী
চট্টগ্রাম ১ম ইনিংস : ১০৩. ওভারে ৩১৫ (নাফিস ৫১, তাসামুল ১০৪, শুক্কুর ৯০, হোসেন ২০, মুজিবুর ২*; রেজা ৩/৭২, মুক্তার ১/৫৪, সাকলাইন ৫/৫৪, মামুন ১/৩২)। রাজশাহী ১ম ইনিংস : ৬৮ ওভারে ২২৩/৮ (জহুরুল ৯০, জুনায়েদ ৬২, হামিদুল ১৯, মুক্তার ১*, সাকলাইন ২*; ইয়াসির আরাফাত ১/৩৮, হোসেন ১/৫০, মুজিবুর ১/১৮, ইফতেখার ২/১৯, কামরুল ৩/৬৯)
ঢাকা মেট্রো-বরিশাল
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১১৫.৫ ওভারে ২৯৫/৭ (সাদমান ৩৩, মারুফ ৫৬, আশরাফুল ২০, মেহরাব জুনি. ৬১, সৈকত ২৯, জাবিদ ২৯, ইলিয়াস সানি ৩০, সালমান ২/৬০, মনির ৫/৫১, সোহাগ ১/৫০, শাওন ১/৩১)। বরিশাল ১ম ইনিংস : ৫০ ওভারে ১৬৫/৫ (শাহরিয়ার ৩২, ফজলে ৩৮, আল-আমিন ৪৫ (ব্যাটিং), মনির ৪০ (ব্যাটিং)।



 

Show all comments
  • shamsulhoques ২৯ ডিসেম্বর, ২০১৬, ১:০৪ এএম says : 0
    congratulation tasamul hoque
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ