Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মশুরীখোলা পীর সাহেবের নেতৃত্বে পাঁচ সদস্য প্রতিনিধি দল উজবেকিস্তানে যাচ্ছে আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪২ পিএম

ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আজ মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ‘আর্ন্তজাতিক নক্সবন্দী সেমিনারে যোগদানের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, শাহ মোহাম্মদ মোহসেনুজ্জামান, প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুর রউফ, ও মোহাম্মদ বইজিদ হোসেন।

প্রতিনিধি দল আর্ন্তজাতিক সেমিনারে যোগদান করার পাশাপাশি বোখারা, সমরখন্দ,তাশখন্দ ও উজবেকিস্তানে অবস্থিত ইমাম বুখারী, ইমাম বাহাউদ্দিন নক্সবন্দী, আকিদার ইমাম- ইমাম মাতুরীদী, ইমাম গাজদাওয়ানী ও ইমাম ফাগনভী (রহ.) মাজার কমপ্লেক্সসহ ইসলামী ঐতিহ্যের বিভিন্ন স্থান জিয়ারত করবেন এবং ৩ মার্চ দেশে ফিরবেন। উল্লেখিত সফর বরকতময় নিরাপদ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ