রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ডিজিটাল বাংলাদেশে ১৩-১৪ অর্থ বছরের কাজ ১৬ সালে শুরু হয়েছে। উপজেলার ঐতিহাসিক কাতিহাড় হাটসেড নির্মাণের নামে ১৩-১৪ অর্থ বছরের (ঝজওওচ) প্রকল্পের অর্থায়নে ১কোটি ৬০ হাজার টাকা বরাদ্দ হয়। দীর্ঘদিন পরে হলেও কাতিহাড় হাট সেডের নির্মাণ কাজ ধীরগতিতে এবং নি¤œমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এলজিইডি অধিদপ্তর সূত্রে জানা যায়, হাটসেডের রাস্তা ৭শ’ মিটার, হাট অফিস বিল্ডিং, মহিলাদের জন্য টয়লেট এবং হাটের পানি নিস্কাসনের জন্য ড্রেন নির্মাণ কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল শুক্রবার লেবার সর্দার দিয়ে ব্যবহারকৃত পুরাতন ইট দিয়ে হাটের ড্রেনের নির্মাণ কাজ করা হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার কাউকে দেখা যায়নি। উপজেলা প্রকৌশলীর যোগসাজশে অনিয়ম দুর্নীতির মধ্যদিয়ে কাতিহাড় হাটসেডের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে নির্বাহী প্রকৌশলী শাহানুর জানান, যারা কাজে ফাঁকি দিচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।