মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় অঞ্চলের বাসিন্দাদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান। এমনকি এ কাজের জন্য তারা তাদের চাকরিও বদলাতে রাজি। প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে। ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ-সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে। বিশেষ করে ইসিবিসহ নানান প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন ও মালিকদের মধ্যে এ নিয়ে টানাপোড়েনের মুখে বিষয়টি নিয়ে তোড়জোর শুরু হয়েছে। গবেষণাপত্রটিতে বলা হয়, ‘কর্মচারীরা এমনকি চাকরি বদলাতে রাজি, যদি তাদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়। ৩০ ভাগ কর্মী ঘর থেকে কাজ করতে চান।’ গবেষণায় আরও বলা হয়, কর্মচারীরা ঘর থেকে কাজ করার সুযোগ পেতে নতুন করে চাকরি খুঁজছেন। সেখানে দেখানো হয়, দুই তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন ঘরে বসে কাজ করতে চান। এর কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেন। যাদের ঘর থেকে অফিস যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে তারা মাসে অন্তত ১০দিন ঘরে বসে কাজ করার পক্ষে। যাদের ১৫ মিনিটের কম লাগে তারা গড়ে মাসে ছয় দিন ঘরে বসে অফিস করতে চান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।