Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাইলটবিহীন জঙ্গি বিমান ইরানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আগামী ফার্সি বছরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন কাহের জঙ্গি বিমান উন্মোচন করবে ইরান। এটি হবে এক আসনের স্টিলথ যুদ্ধবিমান। দেশটির বিমান শিল্প সংস্থা এমন তথ্য দিয়েছে। আগামী ২১ মার্চ থেকে নতুন ইরানি ফার্সি বছর শুরু হবে। এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় ইরানের বিমান শিল্প সংস্থা প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজেফার্দ বলেন, “দশ বছর আগে ইরান এই বিমান নির্মাণ করেছিল। কাহের বিমান প্রকল্প এখন প্রযুক্তিগত দিক থেকে পরিপূর্ণতায় পৌঁছেছে। তবে আমরা এখন আরও বেশি ভিন্ন বৈশিষ্ট্যের বিমান তৈরি করতে যাচ্ছি। এর অর্থ হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে আপনারা কাহের জঙ্গিবিমানের নতুন ভার্সন দেখতে পাবেন এবং এটি দেশটির সামরিক বাহিনীতে যুক্ত হবে।” তিনি বলেন, কাহের বিমান প্রকল্প থেকে পাইলটবিহীন বিমান তৈরি করা হবে। জেনারেল খাজেফার্দ জোর দিয়ে বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি বাণিজ্যিক বিমান নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি বলেন, ইরান এখন ১০ রকমের বিমানের ইঞ্জিন তৈরি করতে সক্ষম। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ