Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি কখনোই পুরুষের হাত ধরিনি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চলতি সপ্তাহের শুরুতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি বেশ সাড়া ফেলেছে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণী তার ভাবীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রতিদিন কাজ করতে গিয়ে যে পরিমাণ চাপ সহ্য করতে হয়, সে বিষয়ে কথা বলছিলেন তিনি। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি কখনোই পুরুষের হাত ধরিনি। তরুণীর এমন আবেগঘন ভিডিও কল নিয়ে প্রতিবেদন করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে, সাংহাইয়ের ওই তরুণীর ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। বেশির ভাগ মন্তব্যেই তরুণীর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। পছন্দের সঙ্গী খুঁজে পেতে নানা চেষ্টা করেছেন ওই তরুণী। একপর্যায়ে ডেটিং সাইটেও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও ভালোবাসার মানুষের দেখা মেলেনি। ওই তরুণী সাহাংই শহরে পরিবারের সঙ্গে থাকেন। তার মা-বাবা প্রতিদিনই তাকে সঙ্গী খোঁজার কথা বলেন, যে কারণে একধরনের চাপ অনুভব করেন। ভিডিও কলে এসব কথা ভাবীকে বলছিলেন তিনি। সাচামপো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ