মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৪৭ বছর বয়সি ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৬ বছরের এক কিশোরীকে রাস্তায় টেনেহিঁচড়ে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ব্যস্ত সড়কে একজন মধ্যবয়সি ব্যক্তি এক কিশোরীকে চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আঘাত করছেন ধারালো অস্ত্র দিয়ে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পরে ভিডিওটি পুলিশের নজরে আসার পর আটক করেছে ওই ব্যক্তিকে। জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৬ বছর। আর অভিযুক্ত ব্যক্তির ৪৭ বছর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই কিশোরীকে প্রকাশ্য সড়কে এভাবেই আঘাত করেন তিনি। রায়পুর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন, ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি এলিয়াস মনোজ। তিনি একটি দোকান চালান। সেই দোকানে কাজ করে ভুক্তভোগী কিশোরী। মনোজ ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রত্যাখ্যাত হয়ে নির্মম এ কা- করেন তিনি। প্রশান্ত আগরওয়াল আরও বলেন, ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আহত কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।