Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নীলফামারীতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় ভার্চুয়াল সম্মেলনে নীলফামারী জেলার আমীর মোহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

এ সময় নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়ায়ের ভারপ্রাপ্ত আমীর জনশক্তিকে আখেরাতের চিন্তা লালনের আহ্বান জানান এবং ইসলাম প্রতিষ্ঠায় ত্যাগ ও কুরবানির নজরানায় হযরত ইসমাঈল (আঃ) এর আদর্শে অনুপ্রানিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ