Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‍্যাশফোর্ডের জোড়া গোলে ইউনাইটেডের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ পিএম
দারুণ ছন্দে থাকা মার্কাস র‌্যাশফোর্ড গোল করেই চলেছেন। তার জোড়া গোলে ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে লেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল।তাদের তৃতীয় গোলটি করেছেন জেডন সানচো।
 
আজকের দুই গোল মিলিয়ে এ মৌসুমে ২৪ ম্যাচে ১৪ গোল হলো র‍্যাশফোর্ডের, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ গোল ২৪টি। এর মধ্যে প্রিমিয়ার লিগেই সর্বশেষ ১০ ম্যাচে রাশফোর্ড করেছেন ১০ গোল।
 
ম্যাচের ২৫ মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড।বিরতির ফ্রেডের এসিস্ট থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
 
পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে ইউনাইটেড। ফের্নান্দেসের পাস বক্সের মাঝে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন বদলি ইংলিশ ফরোয়ার্ড সানচো।পরের ১০ মিনিটে আরও দুটি দারুণ সুযোগ তৈরি করে ইউনাইটেড। সেগুলো অবশ্য কাজে লাগাতে পারেনি তারা।
 
২৪ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টেন হাগের দল। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।
  তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার।২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে লেস্টার।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ