Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভকে যুদ্ধবিমান দিতে সক্ষম মিত্রদের প্রয়োজনীয় সহায়তাদানে প্রস্তুত লন্ডন : সুনাক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৪ পিএম

অদূর ভবিষ্যতে ইউক্রেনের কাছে ফাইটার জেট হস্তান্তর করার সিদ্ধান্ত নিলে, যুক্তরাজ্য তার মিত্রদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহনশেষে স্কাই নিউজ টিভি চ্যানেলকে একথা জানান।

সুনাক বলেন, ‘ ইউক্রেন আজই ব্যবহার করতে পারে, এমন বিমান যদি কোন দেশ সরবরাহ করতে পারে, যুক্তরাজ্য সেই দেশকে সাহায্য করতে প্রস্তুত। তবে আমাদের অবশ্যই ইউক্রেনের পাইলটদের সবচেয়ে উন্নত জেট ব্যবহার করার প্রশিক্ষণ দিতে হবে।’ খবর বার্তা সংস্থা তাসের।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এর আগে জার্মান ডার স্পিগেল ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমা দেশগুলি কিয়েভকে আধুনিক যুদ্ধবিমান দেওয়া যুক্তিসঙ্গত বলে মনে করে না।
৩১ জানুয়ারী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ওয়াশিংটন ইউক্রেনের কাছে এফ-১৬ ফাইটার হস্তান্তর করবে না। পরে, সুনাক ঘোষণা করেন যে কিয়েভকে যুক্তরাজ্যে ন্যাটো থেকে মেরিন ও ফাইটার পাইলটদের প্রশিক্ষণ শুরু করার প্রস্তাব দিয়েছে। তবে ব্রিটিশ সরকার পরে স্পষ্ট করে বলেন , এর মানে এই নয় যে তারা নিকট ভবিষ্যতে কিয়েভে যুদ্ধবিমান সরবরাহ করতে চায়। পরবর্তিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বার বার বলেছেন যে জার্মানি ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ করতে যাবে না।

সূত্র: বাসস

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ