মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোশাকবিধি ভেঙে ছেঁড়া জিন্স পরে স্কুলে গিয়েছিল ছাত্রী। শাস্তি হিসেবে তার জিন্সের ছেঁড়া অংশে ডাক্ট টেপ লাগিয়ে দিলেন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি স্কুলে গত বছরের ডিসেম্বর মাসে। তবে ঘটনাটি সামনে এসেছে সম্প্রতি। ওই ছাত্রীর মা টিকটকে একাধিক ভিডিও পোস্ট করে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন স্কুলের বিরুদ্ধে। তার দাবি, তার মেয়ের ত্বক অত্যন্ত সংবেদনশীল। ডাক্ট টেপে থাকা আঠার কারণে তার মেয়ের ত্বকে অ্যালার্জি দেখা দিয়েছে বলে দাবি করে স্কুলে গিয়ে কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে এসেছেন তিনি।
তার পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, ওই ছাত্রীকে প্রথমে শিক্ষিকা জিজ্ঞেস করলেন, তার কাছে অতিরিক্ত পোশাক রয়েছে কিনা। উত্তরে ‘না’ শুনেই আর কোনো কথা না বলে লাল রঙের ডাক্ট টেপ এনে ওই ছাত্রীর জিন্সের ছেঁড়া অংশে লাগিয়ে দেন তিনি। এতেই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন ওই ছাত্রীর মা। তার দাবি, তার মেয়ের একজিমা নামে এক ধরনের ত্বকের অসুখ রয়েছে। টেপে থাকা আঠার কারণে সেই সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তিনি জানিয়েছেন, স্কুলে এই কাণ্ড হওয়ার পরেই সেখান থেকেই তাঁকে মেসেজ করে বিষয়টি জানায় তার মেয়ে। জানতে পেরেই সঙ্গে সঙ্গে স্কুলে ছুটে যান তিনি। তার দাবি, পোশাকবিধি লঙ্ঘন করা হয়েছে মনে করলে ওই শিক্ষিকা বিষয়টি আগে তাকে জানাতে পারতেন। তা না করে তিন যা করেছেন তা অত্যন্ত অন্যায় বলেই দাবি তার। সূত্র : দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।