মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই মা-বাবাসহ ভাইবোনদের হারিয়েছে কোলের শিশু। নিজেও যে বেঁচে থাকবে, তেমন আশা ছিল না। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাকে বের করে এনে নতুন জীবন দেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু এরপর কী হবে তার ভবিষ্যৎ? এ নিয়ে সাতপাঁচ ভেবে তাকে অবশেষে নিজেদের কোলে তুলে নিলেন বাচ্চাটির চাচা-চাচী।
ভূমিকম্পের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একজন উদ্ধারকারী ধ্বংসস্তূপের নীচে ঝাঁপিয়ে পড়ে ধুলোমাখা একরত্তি শিশুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন। পরে জানা যায়, তার বাবা আবদুল্লাহ এবং মা আফরা মলেইহান অন্যান্য সন্তানদের সঙ্গে ওই ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছেন। সিরিয়ার আফরিন জেলায় এ ঘটনাটি ঘটেছে।
এরপর স্থানীয় এক হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও একরত্তি শিশুটির কোনও আত্মীয়র খোঁজ মেলেনি। এমন পরিস্থিতিতে গত শনিবার তার চাচা এবং চাচী অবশেষে বাচ্চাটিকে নিজেদের কোলে তুলে নেন। এরপর শিশুটির নাম রাখেন তার মা আফরা-র নামেই। পরে তারা সংবাদমাধ্যমকে জানান, ‘বাচ্চাটির পরিবারে তারা ছাড়া আর কেউ নেই। ও আমাদের সবার স্মৃতি হয়ে থাকবে’। সূত্র : দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।