Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘হবিগঞ্জে ৩লাখ ৪৪ হাজার ৫৫০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম

হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার।

এবার ৩লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৪৩ হাজার ৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১৫ হাজার ৫৭জন।
রোববার বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের হলরুমে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি বলেন, জেলার ১হাজার ৮৮৬টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ২৬৬ জন স্বাস্থ্য কর্মী, ৪৪৭জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, ২১৫জন সিএইচসিপি এবং ৩ হাজার ৭শ’৭০জন স্বেচ্ছাসেবক এতে দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ