গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ ও জার্মানির মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে জার্মানির পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক সফরে বাংলাদেশ আসছে।
আজ জার্মান দূতাবাস থেকে বলা হয়, এই সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের আইনসভা ও নির্বাহী সংস্থার সদস্যদের পাশাপাশি সুশীল সমাজের সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন।
জার্মান আইনপ্রণেতারা দু’দেশের মধ্যকার ৫০ বছর দীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্কটি আরো জোরদার, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা ও নারী ক্ষমতায়নসহ পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশী আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করবেন।
জার্মান প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন- সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি ও জার্মান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং অর্টারনেটিভ ফর জার্মানির এমপি এবং জার্মান সরকারের সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্ত।
দলের অন্যান্য সদস্যরা হলেন- ড. অ্যান্ড, হান, পল লেরিডা, রিয়া স্ক্যাডা, অ্যান্ড্রিয়াস লারেম ও ড. মাল্টি কাউফম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।