Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে কোচিং কোর্স সারলেন শুটার শাকিল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম

দেশসেরা পিস্তল শুটার শাকিল আহমেদ খেলার পাশাপাশি কোচিং কোর্সটাও সেরে নিলেন। গত ১১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে অনুষ্ঠিত হয় নবম এশিয়ান ইয়ুথ পিস্তল কোচিং ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেন শাকিল আহমেদ, নারায়ণগঞ্জের মেহজাবিন মেহতাজ ও চট্টগ্রামের ফাহমিদা আলম। কোর্স করে তারা শুটিংয়ের আধুনিক কৌশল সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। কোচিং ক্যাম্প শেষে রোববার দেশে ফিরে এসেছেন তিনজনই। দেশে ফিরেই গণমাধ্যমকে শাকিল বলেন,‘অসম্ভব ভালো একটি ক্যাম্প ছিল। আসলে সুযোগ এসেছে তাই কোচিং কোর্সটাও করে ফেললাম। এটা শুধু কোচিং ক্যারিয়ারে কাজে লাগবে তা নয়, খেলোয়াড়ি জীবনেও উপকৃত হবো।’

কুয়েতের এই কোর্সে এশিয়া ছাড়া ইউরোপের কোচিং ইন্সট্রাক্টররাও ছিলেন। তাই শাকিল ক্যাম্প নিয়ে বেশ উচ্ছ্বসিত, ‘কুয়েতে অনেক কিছু শিখতে পেরেছি। কোচ ও শুটারদের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য কী করা উচিত। এগুলো যদি দেশে ঠিকমতো অনুশীলনে কাজে লাগাতে পারি, তাহলে এগিয়ে যেতে পারবো। আর ভবিষ্যতে কোচ হতে চাই। সেজন্য নিজেকে আরও অভিজ্ঞ করে নিচ্ছি।’

পিস্তল ইভেন্টে দেশের সেরা শুটার শাকিল আহমেদ। এতে কারো দ্বিমত নেই। ২০১৬ গৌহাটি সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনার পদক জিতেছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে জেতেন রুপা। এবার কোচিংয়ের পাঠও সেরে নিলেন কুয়েতে। আন্তর্জাতিক শুটিংয়ে আপাতত খেলছেন না তিনি। তবে দেশের আসরে খেলতে সমস্যা নেই। শাকিলের কথায়, ‘সামনেই জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ। তাই ঢাকায় এসেই অনুশীলন শুরু করে দিয়েছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ