Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসের ঘরের মতো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ভারতের ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্প-প্রধান অঞ্চলের মধ্যে অবস্থিত। কিন্তু সেখানে ভূমিকম্প সহ্য করতে পারে এমন বাড়ি খুব কম। রিখটার স্কেলে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প হলেই কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ধসে যাবে। সব বড় বড় বাড়িঘর নিচের নরম মাটির ভেতরে তলিয়ে যাবে। ২০১১ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে চার বছর ধরে সমীক্ষা চালানোর পর এই হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছিল আইআইটি খড়্গপুরের সমীক্ষক দল। বলা হয়েছে, বড় ধরনের ভূমিকম্প হলে সল্ট লেক, রাজারহাট-নিউটাউন, কসবা, পার্ক স্ট্রিট, ডালহৌসি স্কয়ার বা বিবাদী বাগ, বড়বাজার, বাগুইআটি এলাকাসহ কলকাতার বিশাল অঞ্চল মাটির মধ্যে তাসের ঘরের মতো বসে যাবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ