Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে অমিতের খায়েশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত থেকে সংসদে টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় থাকতে হবে। শনিবার মহারাষ্ট্রের পুণেতে নরেন্দ্র মোদির ওপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি জানান, তাদের কাজ এখনো শেষ হয়নি। তারপরই বলেন, ‘আমরা যদি সত্যিই ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে চাই তাহলে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তা নিশ্চিত করতে হবে।’ মোদির ওপর লেখা বই সম্পর্কে অমিত শাহ বলেন, ‘আপনারা যদি জানতে চান, একটি সফল গণতন্ত্র কীভাবে তৈরি করা যায়, কীভাবে সফলভাবে গণতন্ত্র পরিচালনা করতে হয়— এই বইটিতে তার জবাব পাবেন।’ অনুষ্ঠানে অমিত শাহ ভারতের নির্বাচন কমিশনের শিবসেনা সংক্রান্ত নির্দেশ নিয়েও নিজের মত জানান। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক চিহ্ন ব্যবহার করার অনুমতি দিয়েছে। তা নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে তুমুল আক্রমণ করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। বিষয়টি নিয়ে অমিত শাহ বলেন, ‘শুক্রবার নির্বাচন কমিশন ‘দুধ কা দুধ, পানি কা পানি’ করে দিয়েছে। সত্যমেব জয়তে হয়েছে।’ ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে ‘বিশ্বগুরু’ বানানোর চেষ্টা চলছে। বিজেপিকে একটানা ৩০ বছর ক্ষমতায় রাখার শপথও নতুন কিছু নয়। আগেও একাধিক বার বিভিন্ন মঞ্চে অমিত শাহ এ কথা বলেছেন। দাবি করেছেন, বিজেপির হাতেই ভারতের উন্নয়ন এবং অগ্রগতি নিহিত আছে। বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আরও একবার স্পষ্ট করে সেই দাবিই উঠে এলো তার গলায়। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ