মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় চলমান আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরাইলি নারী কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এইউ-র বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। সম্মেলনে ইসরাইলের প্রতিনিধির উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই তাকে বের করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্মেলনের উদ্বোধনী দিনে ওই ইসরাইলি কূটনীতিক সারন বার-লির সঙ্গে তর্ক করেছেন এইউ-র নিরাপত্তারক্ষীরা। এরপর তিনি বের হয়ে যান। সারন বার-লি ইসরাইলের আফ্রিকা বিষয়ক উপ-পরিচালকের দায়িত্বে আছেন। নিজ কূটনীতিককে বের করে দেওয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একজন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃত এবং প্রবেশ ব্যাজ থাকা সত্ত্বেও আফ্রিকা বিষয়ক উপ-পরিচালক সারন বার-লিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে ইসরাইল কঠোরভাবে দেখছে।’ আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, ‘ইসরাইলি কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে কারণ ইথিওপিয়ায় ইসরাইলের দূত হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি ওই ব্যক্তি ছিলেন না।’ তবে এ ঘটনার জন্য আলজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে দায়ী করেছে ইসরাইল। ৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এ দু’টি দেশ। ইসরাইল বলেছে, এইউকে ‘জিম্মি করে ঘৃণা থেকে এমন ঘটনা ঘটিয়েছে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার নিন্দা জানানো হবে। তারা বলেছে, ‘ইসরাইলের পর্যবেক্ষক স্ট্যাটাস বাতিল করার কোনো আইন এইউ-র নেই।’ তবে দক্ষিণ আফ্রিকা এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, পর্যবেক্ষক দেশ হিসেবে স্বীকৃতি পেতে ইসরাইল যে আবেদন করেছে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।