Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধেকে নেমে এসেছে শস্য পরিবহণ কৃষ্ণসাগর দিয়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

চার মাস আগের তুলনায় কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে ইউক্রেনের শস্য রফতানির পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। ফলে কিয়েভে বাণিজ্য সংকট বাড়ার পাশাপাশি আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশে তৈরি হতে পারে খাদ্য ঘাটতির শঙ্কা। যুদ্ধের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত জুলাইয়ের শেষ নাগাদ কৃষ্ণসাগরের তিনটি ইউক্রেনীয় বন্দর খুলে দেয়া হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যেকার এক চুক্তির পরে এসব বন্দর খোলা হয়। তখনই ইউক্রেন থেকে বাকি বিশ্বে শস্য রফতানি আবার শুরু হয়। রোববার এপির প্রতিবেদনে বলা হয়, চার মাস আগের তুলনায় এখন শস্যবাহী জাহাজের সংখ্যাও কমে এসেছে অর্ধেকে। এ জন্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সরাসরি দোষারোপ করছে রাশিয়াকে। তবে মস্কো বলছে, শস্য পরিবহন কমায় তাদের কোনো দায় নেই। বিশ্বের খাদ্যভা-ার হিসেবে পরিচিত ইউক্রেন থেকে রফতানি হওয়া গম, বার্লি ও অন্যান্য শস্য পূর্বোল্লিখিত এলাকাগুলোর খাদ্য সংকট মোকাবেলায় বেশ ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু যুদ্ধরত দেশটি থেকে শস্য রফতানি শুরু হওয়ার পর থেকেই নানা সংকট লেগে রয়েছে। এর মধ্যে বেশ কয়েকদফা নানা ঝামেলায় আটকে ছিল পরিবহন। আগের মৌসুমের তুলনায় গত জানুয়ারিতে কম শস্য রফতানি হয়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। এ পরিমাণ কেনিয়া ও সোমালিয়ার জন্য প্রায় এক মাসের খাদ্যের জোগান। গত অক্টোবরের পর থেকে জানুয়ারিতে শস্য রফতানির পরিমাণ নেমে এসেছে প্রায় অর্ধেকে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ