মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সারা বিশ্বই এখন মূল্যস্ফীতির চক্রে ঘুরপাক খাচ্ছে, ফ্রান্সও এর বাইরে নয়। গত জানুয়ারিতে ফ্রান্সের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬ শতাংশ, যা ২০২২ সালের ডিসেম্বরের ৫ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি। সরকারি চিত্রে এমন তথ্য দেখা গেছে। খবর আনাদোলু এজেন্সি। সংশ্লিষ্টরা বলছেন, দেশটিতে খাবারের দাম ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়া এবং জ্বালানির দাম ১৬ দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়ার ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত জানুয়ারিতে ফ্রান্সে মাসিক মূল্যস্ফীতির হার ছিল দশমিক ৪ শতাংশ, সংখ্যাটা ডিসেম্বরের তুলনায় ঋণাত্মক দশমিক ১ শতাংশ বেশি। সেখানে আরো বলা হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির দাম আবার বেড়ে গেছে। সেখানে অল্প খানিকটা ভূমিকা রেখেছে জ্বালানির ওপর দেয়া ছাড়ের সময়সীমা শেষ হয়ে যাওয়া এবং বেশকিছু জায়গায় গ্যাসের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও। অপর দিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, কয়েকটি দেশ চায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ভেতর যেন হামলা চালানো হয়। তবে ফ্রান্স এটির পক্ষে না বলে পরিষ্কার করে জানিয়েছেন তিনি। উল্টো যেসব দেশ এ ধরনের চিন্তা-ভাবনা করে সেসব দেশের সমালোচনা করেছেন তিনি। রোববার ফরাসি পত্রিকা ল জার্নাল দ্যু দিমাঁখের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ম্যাখোঁ। তিনি আরও বলেছেন, তার চাওয়া ইউক্রেনে পরাজিত হোক রাশিয়া। কিন্তু তিনি চান না এ পরাজয়ে রাশিয়া ‘বিপর্যস্ত’ হয়ে যাক। এ ব্যাপারে ম্যাঁখো বলেছেন, ‘আমি মনে করি না, যেমনটা অনেকে (দেশ) মনে করে, যে রাশিয়াকে পুরোপুরি হারানোর লক্ষ্য ঠিক করে রাশিয়ার ভেতর হামলা চালানো উচিত আমাদের।’ ‘তারা চায় রাশিয়াকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে, ফ্রান্স কখনো রাশিয়ার ভেতর হামলা চালানোর অবস্থানে ছিল না এবং থাকবেও না।’ এদিকে শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা কাউন্সিলে ম্যাখোঁ জানান, রাশিয়ার সঙ্গে এখন আলোচনা করার সময় না। তবে তিনি জানিয়েছেন, সবশেষে আলোচনার টেবিলেই সবকিছুর সমাধান করতে হবে। আনাদোলু, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।