মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেহমেত কাকরহান। ৭৪ বছর বয়সী তুরস্কের বৃদ্ধ। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে নিজের জমানো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করেছেন। তার এই মহানুভবতার ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের নানা প্রান্তের অগণিত দর্শক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার জিও নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে- একজন বৃদ্ধ তুরস্কের সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়িহারা লোকদের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শনে এসেছেন। সেখানে নিজের ওমরাহ পালনের জন্য গচ্ছিত অর্থ তিনি মানবসেবায় দান করে দিয়েছেন। তাকে এ সময় ক্রন্দন করতে করতে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলতে দেখা যায়। সূত্র জানাচ্ছে, বয়স্ক মেহমেত কাকরহান চলতি বছরে আর মাত্র ১০ দিন পর ওমরা পালনের জন্য সউদী আরবে গমনের ইচ্ছা পোষণ করেছিলেন। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন অর্থও জোগাড় করেছেন। কিন্তু নিজ দেশের প্রিয় মানুষদের এমন দুর্দিনে তিনি এগিয়ে না এসে থাকতে পারেননি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিল গঠনের উন্মুক্ত আহ্বান করা হলে তিনি সাড়া দেন। রেডক্রসের তাবুতে এসে তিনি অর্থ দান করেন। জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।