Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরিয়ড চলাকালীন যেতে নেই অফিসে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

পিরিয়ড চলাকালীন অনেক নারী পেট ও কোমরের ব্যথায় কাতর থাকেন। ব্যথাকে সঙ্গী করেই এই সময়টায় তাদের ঘর ও অফিস সবকিছু সামলাতে হয়। এই দিনগুলোতে আরও বেশি কষ্টের হয় অফিস যেতে। তাই এবার নারীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো স্পেন সরকার। এবার থেকে মাসিক ঋতুচক্রের দিনগুলোতে আর যেতে হবে না অফিস। মিলবে বেতনও। স্পেনের সংসদে এমন আইন পাস হয়েছে। পুরো ইউরোপে স্পেনই প্রথম এমন আইন চালু করল। ঋতুবতীদের মাসিকের সময় তিন দিনের ছুটির অধিকার দিয়েছে স্পেনের এই আইন। যাদের অসহ্য ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বমি হয় তাদের বেলা এই ছুটি পাঁচ দিন পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী যে প্রতিষ্ঠানে রয়েছেন তাদের কোনো দায়ভার নিতে হবে না। ঋতুবতী ব্যক্তির হয়ে খরচ বহন করবে স্পেনের পাবলিক সোশাল সিকিউরিটি সিস্টেম। তবে মাসিকের ছুটির জন্য চিকিৎসকের পরামর্শপত্র নিতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ