Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর পাশে আত-তাইয়িবাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম

আত-তাইয়িবাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রুবেল এর পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মাওলানা মিজানুর রহমান মিছবাহ এর নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন অভিনন্দন জানান।

এ সময় বিপিজিএ সাধারণ সম্পাদক কাজী বোরহানউদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এস এ মাসুম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান শেখ রুবেল এর পক্ষে প্রতিনিধি দল বলেন। সাংবাদিকগণ হলো জাতির বিবেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশে-জাতির অনবরত সেবা করে যাচ্ছে। তাই আমরা মনে করি সর্বদা আপনাদের পাশে থাকতে পারলে নিজেদের গৌরবান্বিত মনে করব। এ সময় প্রতিনিধি দল ভবিষ্যতে ও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদল আরও বলেন,
আমার ধারাবাহিক ভাবে সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, আমাদের সেবাকে বেগবান রাখতে আপনাদের সাংবাদিক মহলের সহযোগিতা একান্ত কামনা করছি। পরিশেষে প্রতিনিধিদল ফাউন্ডেশনের চেয়ারম্যানের সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিদায় নেন । ইনকিলাব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ