Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদেজার বিষাক্ত স্পিনে আড়াই দিনেই হারল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৭ পিএম | আপডেট : ২:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

ভারত সফরে সিরিজের প্রথম টেস্টে ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি সফরকারী অস্ট্রেলিয়া। চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেল সফরকারী অস্ট্রেলিয়া।

দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

টেস্টের তৃতীয় দিনে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেট নিয়ে অজিদের ধসিয়ে দেওয়ার নায়ক রবীন্দ্র জাদেজা। বাকি ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের জয়ের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৫ রান।

জবাবে ভারত ২৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১১৮ রান তুলে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। আগের ১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া। কিন্তু আজ দিনের শুরুতেই হারায় ট্রাভিস হেডের উইকেট। ৪৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন তিনি। দলীয় স্কোরকার্ডে আর ২০ রান যোগ হতেই অশ্বিনের দ্বিতীয় শিকার স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ব্যর্থ স্মিথ দ্বিতীয় ইনিংসেও ৯ রানেই শেষ।

এরপর ৫ চারে ৩৫ রান করা লাবুশেন বিদায় নিতেই শুরু অস্ট্রেলিয়ার ব্যাটিংধসের। পরের ওভারে অশ্বিন এসে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ২ রান করা ম্যাট রেনশকে। তার পরের ওভারে জাদেজা ফিরে প্রথম দুই বলেই আউট করেন পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্সকে। দেখতে দেখতে ৪ উইকেটে ৯৫ থেকে অস্ট্রেলিয়া হয়ে যায় ৭ উইকেটে ৯৫!

এরপর বাকি ৩ উইকেটও নিজের দখলে নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দেন জাদেজা। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ১২.১ ওভারে ৪২ রানে ৭ উইকেট। তাতে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিজের দখলে নিলেন এই বাঁহাতি স্পিনার। এই ম্যাচের নিজের ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ