Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ার ৩ ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের গোপন ব্যালটে একক প্রার্থী চূড়ান্ত

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ও হোছনাবাদ ইউনিয়নে আগামী ২২ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির একাধিক চেয়ারম্যান প্রার্থী দলের মনোনয়ন পেতে জোর লবিং চালিয়েছেন। দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে। দুটি ইউনিয়নে বিএনপিধানের শীষ প্রতীকের একক প্রার্থী নির্ধারণ করা হয়নি। দু’এক দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। দুটি ইউনিয়নে আওয়ামী লীগের দেড় ডজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেতে দলীয়ভাবে লবিং করেন। প্রার্থী চূড়ান্ত করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাঙ্গুনিয়া পৌরসভা ভবনে গত সোমবার দুটি ইউনিয়নে কাউন্সিলের আয়োজন করা হয়। হোছনাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মো. দানু মিয়া ১৪ ভোট, প্রকৌশলী মো. লোকমান ৮ ভোট, মো. আলমগীর ৪ ভোট, লিটন ৪ ভোট, মঈন উদ্দিন ২ ভোট, মো. আব্দুল সালাম ১ ভোট ও মো. মীর্জা সেকান্দর ২৬ ভোট পেয়েছেন। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ জন চেয়ারম্যান মনোনয়ন চান। প্রার্থী মো. আবু তাহের, মো. মনজুর হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। আওয়ামী লীগ নেতা মো. হাজী জহুর আলমকে একজন সমর্থন করেন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিছ আজগরকে ৭ জন প্রার্থী সমর্থন করেন। একক প্রার্থী চূড়ান্ত করতে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে হাজী মো. জহুর আলম ২৪ ভোট পেয়েছেন। মো. ইদ্রিছ আজগর ৪৪ ভোট পেয়ে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হয়। হোছনাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মো. অলি আহমদ বলেন, তৃণমূল নেতাদের মাধ্যমে হোছনাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. ইদ্রিছ আজগর বলেন, মহাজোট সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে জাতীয় প্রতীক নৌকাকে বিজয়ী করে ড. হাছান মাহমুদ এমপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার বলেন, বিএনপির ধানের শিষ প্রতীকের চন্দ্রঘোনায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি নেতা মো. মুজিবুল হক, মো. শামসুল আলম কন্ট্রাক্টর, মো. সোলাইমান ও মো. বেলাল উদ্দিন। দুটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গুনিয়ার ৩ ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের গোপন ব্যালটে একক প্রার্থী চূড়ান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ