Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী শীত হবে ইইউর জন্য আরো কঠিন

আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধানের সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ এএম

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, ‘গ্যাস সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়নের জন্য আগামী শীতকাল হবে আরো কঠিন’। তিনি বর্তমানে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন।
কর্মকর্তা টুইটারে লিখেছেন, ‘আমি এই শীতে গ্যাস সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার প্রশংসা করেছি, তবে আগামী শীত আরো কঠিন হবে’।
তিনি কোনো নির্দিষ্ট বিবরণ না দিয়ে বলেন, ‘ইউরোপীয় শিল্পের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান জরুরিভাবে প্রয়োজন’। ইউরোপীয় সরকারগুলো তাদের গ্যাসের ঘাটতি পূরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার থেকে সমুদ্রপথে সরবরাহ করা ব্যয়বহুল তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করে। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ