Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পড়তে পড়তে ২৫ নম্বরে আদানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

হিন্ডেনবার্গ কাণ্ডের পর বড় ধাক্কা খেয়েছেন ধনকুবের গৌতম আদানি। খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে তার। বিশ্বের সর্বোচ্চ ধনী তালিকায় ক্রমশ নীচের দিকে নেমে গেছেন তিনি। এখনও সেই পতন জারি রয়েছে। আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পত্তি আরো কমেছে। গত শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ ব্যবসার দিনে আদানি গ্রুপের ১০টির মধ্যে ৪টি সংস্থার পতন হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্স অনুযায়ী, আদানির মূল সম্পত্তি আরো ১১৫ কোটি ডলার কমে গেছে। এখন তার কাছে রয়েছে মোট ৪৯ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পত্তি। এছাড়াও সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তার স্থান হয়েছে ২৫ নম্বরে। এক সময় তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন। চলতি বছরে মোট ৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পত্তি খুইয়েছেন গৌতম আদানি।

গত সেপ্টেম্বরে আদানি এ তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় তার মোট সম্পত্তি ছিল প্রায় ১৫০ বিলিয়ন ডলার। কিন্তু ২৪ জানুয়ারির হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আসার পর বড়সড় ধাক্কা লাগে আদানির সম্পদে। আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলে হিন্ডেনবার্গ রিসার্চ। আর্থিক তসরূপ, শেয়ার কারচুপি-সহ একাধিক অভিযোগ তোলে আদানির দিকে। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

যদিও আদানি গ্রুপের তরফে বারবার এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা এও জানিয়েছে যে, এ রিপোর্ট আসলে ভারতের বিরুদ্ধে চক্রান্ত। কিন্তু শেয়ার বাজারে এ রিপোর্টের নেতিবাচক প্রভাবই লক্ষ্য করা গিয়েছিল। শুক্রবার আদানি গ্রুপের ১০টির মধ্যে ৪টি সংস্থার শেয়ারের দাম পড়ে গেছে। বাকি ৬টি সংস্থা কিছুটা হলেও ভাল ফল করেছে। এদিন আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৪.১৫ শতাংশ পড়েছে।

ফলে এ সংস্থার বাজারে মূলধন ২ লাখ কোটি টাকার নীচে ছিল। এছাড়াও আদানি ট্রান্সমিশনের দাম ৪.৮৭ শতাংশ পড়েছে। আদানি টোটাল গ্যাস ৫ শতাংশ এবং এসিসি ০.০৮ শতাংশ পড়েছে। যদিও বাজারে তুলনামূলক ভাল ফল করেছে আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি উইলমার, আম্বুজা সিমেন্টস এবং এনডিটিভি। সূত্র : বাংলা হান্ট।



 

Show all comments
  • MD Abbas Ali ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ এএম says : 0
    যেটা থাকবে সেটাওতো ফাও, লস নাই
    Total Reply(0) Reply
  • Ashok Karali ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ এএম says : 0
    দুঃখে আমার চোখের জল পড়তে পড়তে এখন সব জল শেষ হয়ে গেছে। আর কত পড়বে আদানি ? কেউ কি নেই ওনাকে ধরে রাখার জন্য ?
    Total Reply(0) Reply
  • Bidhan Banik ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ এএম says : 0
    খুব খারাপ লাগে, ওনার ধনী হওয়াতে আমাদের কোনো পরিবর্তন না হলেও দরিদ্র হওয়াতে কিন্তু প্রভাব পড়বেই
    Total Reply(0) Reply
  • Mazharul Hannan ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ এএম says : 0
    কোন ভারতীয় বাংলাদেশের ভাল চায় না। তাদের একটায় লক্ষ্য কি ভাবে বাংলাদেশকে লুট করবে। বাংলাদেশে যে সমস্ত বিধর্মী বাস করে তারাও নিজেদেরকে বাংলাদেশের নাগরিক মনে করে না। এ দেশে টাকা লুট করে ভারতে পাচার করে।
    Total Reply(0) Reply
  • স্বচ্ছ ভারত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৮ পিএম says : 0
    আদানি কোনও চিটফান্ড কোম্পানি নয়, হিনডেনবার্গ, কংগ্রেসি আর দেশদ্রোহীরা এর ফল নিশ্চিত ভোগ করবে।
    Total Reply(0) Reply
  • স্বচ্ছ ভারত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৮ পিএম says : 0
    আদানি কোনও চিটফান্ড কোম্পানি নয়, হিনডেনবার্গ, কংগ্রেসি আর দেশদ্রোহীরা এর ফল নিশ্চিত ভোগ করবে।
    Total Reply(0) Reply
  • স্বচ্ছ ভারত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৮ পিএম says : 0
    আদানি কোনও চিটফান্ড কোম্পানি নয়, হিনডেনবার্গ, কংগ্রেসি আর দেশদ্রোহীরা এর ফল নিশ্চিত ভোগ করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ