মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেতন বৃদ্ধির দাবিতে ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখসহ জার্মানির সাতটি বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে। শুক্রবারের ওই ধর্মঘটের কারণে শত শত ফ্লাইট বাতিল হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন প্রায় তিন লাখ যাত্রী। শুধু তাই নয়, বরং মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনের উপরও এই ধর্মঘটের প্রভাব পড়েছে। ৪০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ৬০ জন মন্ত্রীর ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ধর্মঘটের জটিলতার কারণে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যে ফ্লাইটে মিউনিখ পৌঁছানোর কথা ছিল সেটি বাতিল হয়ে যায়। নিরুপায় হয়ে তিনি আগে অস্ট্রিয়ায় উড়ে যান এবং সেখান থেকে সড়ক পথে চারঘণ্টা ভ্রমণ করে মিউনিখ পৌঁছান বলে জানান দেশটির দূতাবাসের এক কর্মকর্তা। কোভিড ১৯ মহামারীর পরপর ইউক্রেইন যুদ্ধের ধাক্কায় পুরো বিশ্বে নিত্যপণ্যের বাজারে আগুন লেগে গেছে। খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়ে গেছে। ইউরোপের দেশগুলোতে সাধারণ মানুষ নিজেদের আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে পারছেন না। ফলে জার্মানি, ফ্রান্স, য্ক্তুরাজ্য এবং স্পেনসহ ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশগুলোতে বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নিয়মিত ধর্মঘট ও আন্দোলন করতে দেখা যাচ্ছে। এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যানুয়ায়ী জার্মানির সাতটি বিমানবন্দরে ধর্মঘটের কারণে প্রায় দুই হাজার ৩৪০টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। যেগুলোতে প্রায় দুই লাখ ৯৫ হাজার যাত্রীর ভ্রমণ করার কথা ছিল। জার্মানির ট্রেড ইউনিয়ন ভার্দি গত বুধবার এ ধর্মঘটের ডাক দেয়। মূলত গ্রাউন্ড সার্ভিস স্টাফ, পাবলিক সেক্টর অফিসার এবং এভিয়েশন সিকিউরিটি কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। ট্রেড ইউনিয়ন থেকে সাড়ে ১০ শতাংশ বেতন বৃদ্ধি বা প্রতিমাসে বর্তমান বেতনের সঙ্গে অন্তত ৫০০ ইউরো যোগ করার দাবি করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।