Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাক্তন স্ত্রীসহ ছয় জনকে হত্যা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ছোট একটি শহরের তিনটি স্থানে এলোতপাতাড়ি গুলি চালিয়ে প্রাক্তন স্ত্রীসহ ছয়নজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। গতকাল শুক্রবার অঙ্গরাজ্যটির টেইট কাউন্টির আরকাবুতলায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিসিসিপির উত্তরাঞ্চলীয় টেইট কাউন্টি এলাকাটিতে প্রায় ৩০০ লোক বাস করেন। আরকাবুতলা টেনেসির মেমফিস শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে। পুলিশ ৫২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। তাকে কাউন্টি কারাগারে আটকে রাখা হয়েছে। তার হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। মিসিসিপির গভর্নর টেট রিভস বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। টেট রিভস টুইট করে লিখেছেন, গোলাগুলির ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একাই ঘটনাটি ঘটিয়েছেন বলে আমাদের বিশ্বাস। তার উদ্দেশ্য এখনও জানা যায়নি। আমরা পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাব। দয়া করে এই মর্মান্তিক সহিংসতার শিকার এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এই তদন্তে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স বলেন, গোলাগুলির ঘটনাটি আরকাবুতলা এলাকায় ঘটেছে। প্রথম গুলির ঘটনা ঘটে আরকাবুতলা রোডের একটি দোকানের ভেতরে। সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়। এরপর আরকাবুতলা ড্যাম রোডের একটি বাড়ির ভিতরে এক নারীকে হত্যা করে বন্দুকধারী। নিউ ইয়র্ক টাইমসের খবর বলা হয়েছে, ওই নারী বন্দুকধারীর প্রাক্তন স্ত্রী। ঘটনার সময় ওই নারী স্বামী আহত হলেও তাকে গুলি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এরপর বন্দুকধারী তার নিজের বাসভবনের পাশের একটি বাড়িতে চলে যান। এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ