মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একশ বছরের বেশি সময় আগে পাঠানো একটি চিঠি পেয়েছেন যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের ক্রিস্টাল প্যালেসের এক বাসিন্দা। ক্রিস্টাল প্যালেসের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন ২০২১ সালে চিঠিটি পেলেও বুধবার তিনি তা প্রকাশ্যে আনেন। ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে পাঠানো চিঠিটির খামে যুক্তরাজ্যের বাথ শহরের পোস্টমার্ক ও রাজা পঞ্চম জর্জের ছবি সম্বলিত এক পেন্সের স্ট্যাম্প রয়েছে। গ্লেন বলেন, “১০০ বছর ধরে এটা কীভাবে ছিল, কোথায় ছিল- তা ভেবে আমরা বেশ অবাকই হয়েছিলাম।” তবে এটা কীভাবে ফিনলে গ্লেনের কাছে এল, এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি রয়্যাল মেইল। চিঠিটি পাঠানো হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। তখন সিংহাসনে রাজা পঞ্চম জর্জ। দেশটির স্থানীয় ত্রৈমাসিক ইতিহাস পত্রিকা ‘নরউড রিভিউ’ এর সম্পাদক স্টিভেন অক্সফোর্ড বলেন, চিঠিটি তৎকালীন প্রসিদ্ধ স্ট্যাম্প ব্যবসায়ী অসওয়াল্ড মার্শের স্ত্রীর উদ্দেশে লেখা, যা শুরু হয়েশে ‘প্রিয় কেটি’ সম্বোধন দিয়ে। “স্ট্যাম্প ব্যবসায়ী হিসেবে মার্শের তখন এতই সুনাম ছিল যে স্ট্যাম্প জালিয়াতির মত কোনো পরিস্থিতির আঁচ পেলে তাকে ডাকা হত যাচাই করার জন্য।” স্থানীয় আরেক ধনী চা ব্যবসায়ী হেনরি টিউক মেনেলের মেয়ে ক্রিস্টাবেল মেনেল বাথ শহরে ছুটিতে থাকার সময় পারিবারিক বন্ধু মার্শের স্ত্রীর উদ্দেশে চিঠিটি পাঠান। মেনেল লেখেন, বাথ শহরের প্রচণ্ড ঠাণ্ডায় তাদের কষ্ট পেতে হচ্ছে। মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।