মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে। প্রতি বছর তা ১ হাজার ৭৬০ কোটি ডলার করে বাড়ছে। সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত দেশটির মোট বৈদেশিক ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৯৮ কোটি ডলার। তবে গত অর্থবছরের শেষ প্রান্তিকের তুলনায় এ পরিমাণ কিছুটা কমেছে। সে সময় ঋণের পরিমাণ ছিল ১৫ হাজার ৫৭০ কোটি ডলার। মিসরের কেন্দ্রীয় ব্যাংকের বরাতে এসব তথ্য জানিয়েছে কায়রোভিত্তিক প্রতিষ্ঠান নাইম ব্রোকারেজ। নাইমের জরিপ অনুসারে, মিসরের বর্তমান বৈদেশিক ঋণ দেশটির মোট জিডিপির ৩৩ দশমিক ৯ শতাংশ। জুনে শেষ হওয়া আগের প্রান্তিকে এ হার ছিল ৩৪ দশমিক ১ শতাংশ। বর্তমানে সর্বাধিক ঋণ জর্জরিত দেশগুলোর অন্যতম মিসর। দেশটির দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ১২ হাজার ৭৫৭ কোটি ডলার। স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ২ হাজার ৭৪০ কোটি ডলার। কভিড অতিমারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মিসরে চলছে অর্থনৈতিক সংকট। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন ঘটেছে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি প্রক্রিয়া। ডলারের বিপরীতে মিসরীয় পাউন্ডের মান কমেছে ৫০ শতাংশ। জানুয়ারিতে মূল্যস্ফীতির পরিমাণ ছিল প্রায় ২৫ শতাংশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।