Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজের খরচ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৮ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী পবিত্র হজের খরচ কমিয়ে মধ্যবিত্তদের আওতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আজ শনিবার এক বিবৃতিতে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, সরকার ২০২৩ সালের যে হজ প্যাকেজ নির্ধারণ ও ঘোষণা করা হয়েছে তাতে ২০১৯ সালের তুলনায় প্যাকেজ প্রতি খরচের পরিমাণ বেড়েছে তিন লাখ আটত্রিশ হাজার টাকা। এর ফলে বেশির ভাগ মধ্যবিত্ত দ্বীনদারদের জন্য হজ পালন অনেকটা নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।
এতে মুসলমানদের হজ পালনে নিরুৎসাহিত করা হয়েছে। হজের ব্যয় আকাশচুম্বী হওয়ায় অনেকেই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন না করে হজের টাকা তুলে নিচ্ছেন। হজের নিয়ত করেও টাকা যোগাতে এখন হিমশিম খাচ্ছেন অনেক হজযাত্রী। মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের হজের খরচের তুলনায় ঘোষিত বাংলাদেশের প্যাকেজের খরচ অনেক বেশি।
তিনি আরও বলেন, এ বছর সউদী সরকার হজের ব্যয় কমিয়েছে। বাংলাদেশে বিগত তিন বছরের ব্যবধানে ৩ লাখ ৩৮০০০ হাজার টাকা বৃদ্ধি করা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হতে পারে না। হজের মতো একটি পবিত্র ইবাদতকে বাড়তি আয়ের উৎস বানিয়ে ফেলা এবং মুসলমানদের জন্য ফরজ বিধান হজ পালনকে কঠিন করে তোলা কোনোভাবেই কাম্য হতে পারে না। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উচিত সউদী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনার মাধ্যমে বাড়তি খরচগুলো কমিয়ে আনার চেষ্টা করা। তিনি হজযাত্রীদের অস্বাভাবিক ও অযৌক্তিক বিমান ভাড়া কমানোসহ যেসব জায়গায় খরচ কমানোর সুযোগ আছে সেসব জায়গায় খরচ কমিয়ে হজযাত্রাকে সবার জন্য সহজ করে তোলার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।



 

Show all comments
  • Md Salim Hossain ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৩ এএম says : 0
    দাবি সম্পূর্ণই জোকতিক। বিষয়টি আমিও বিবেচনার জন্য জোর দাবি জানাচছি।
    Total Reply(0) Reply
  • Md Salim Hossain ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম says : 0
    দাবি সম্পূর্ণই জোকতিক। বিষয়টি আমিও বিবেচনার জন্য জোর দাবি জানাচছি।
    Total Reply(0) Reply
  • Md Salim Hossain ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম says : 0
    দাবি সম্পূর্ণই জোকতিক। বিষয়টি আমিও বিবেচনার জন্য জোর দাবি জানাচছি।
    Total Reply(0) Reply
  • Md Salim Hossain ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম says : 0
    দাবি সম্পূর্ণই জোকতিক। বিষয়টি আমিও বিবেচনার জন্য জোর দাবি জানাচছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ