মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার নিজেদের পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা অনানুষ্ঠানিক একটি বৈঠক করবেন। তার আগে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়ল।
আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। দক্ষিণ কোরিয়ার এক জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, জাপান সাগরের দিকে অজ্ঞাত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তবে শীর্ষ এ সামরিক কর্মকর্তা ঠিক কোন ধরনের কেপণাস্ত্র ছোড়া হয় এবং কতদূর পর্যন্ত উড়েছিল তা জানাননি।
এ ছাড়া জাপানের কোস্ট গার্ডও বলেছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
আগের দিন দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, দেশটি সামরিক মহড়ার পরিকল্পনা করছে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।