Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ভূমিকম্পে মৃত্যুর দীর্ঘ তালিকায় যোগ হল সাবেক চেলসি তারকার নাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম | আপডেট : ৪:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্কের ভয়াল সেই ভূমিকম্পের পর পার হয়ে গেছে সপ্তাহেরও বেশি।তবে এখনো ধ্বংসযজ্ঞের চিহ্ন দেশটির সর্বত্র। মিনিটের ভূকম্পন যেন দেশটিকে পরিণত করেছে এক বিশাল মৃত্যুপুরীতে। প্রতিদিন না ফেরার তালিকায় যোগ হচ্ছে শত শত নাম।আজ জানা গেল ভূমিকম্পে শুরু থেকে নিখোঁজ সাবেক চেলসি ফুটবলার ক্রিশ্চিয়ার আতসুও আর নেই।

আতসুর এজেন্টই আজতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।তার লাশ আজ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর শুরুর দিকে তাকে জীবিত উদ্ধার করার গুঞ্জন উঠেছিল তবে পরে জানা গিয়েছিল সেটি তিনি ছিলেন না।

আতসু চার মৌসুম চেলসির হয়ে খেলার পর ২০১৭ সালে আরেক প্রিমিয়ার লীগ ক্লাব নিউক্যাসেলে পাড়ি জমিয়েছিলেন।গত মৌসুমে তিনি যোগ দেন তুরস্কের ক্লাব হাতাইস্পোরের সঙ্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ