Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার গোল করিয়ে আল নাসেরকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ এএম
সউদী ফুটবলে শুরুটা গড়পড়তা হলেও ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।গোল-এসিস্ট আর পায়ের কারুকাজে সউদী লীগে আলো ছড়াচ্ছেন নিয়মিত। যেন জানান দিচ্ছেন বয়স ৩৮ হলেও এখনো ফুরিয়ে যাননি।
 
গত ম্যাচে চার গোল করে দলকে জিতিয়েছিলেন।আর এবার জেতালেন গোল করিয়ে।তার জোড়া এসিস্টে সৌজন্যেই আল নাসর শুক্রবার ২-১ গোলে হারিয়েছে আল–তাউনকে। 
 
এদিন ম্যাচের ১৭তম মিনিটে বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করে আল নাসেরকে এগিয়ে দলের আরেক তারকা আবদুল রহমান ঘারিব। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোর দল।বিরতির পর পরই আলভারো মেদরান সমতা এনে দেন আল–তাউনকে। পরে ৭৮তম মিনিটে আবদুল্লাহ মদুকে দিয়ে দ্বিতীয় গোলটি করান সিআর সেভেন
 
এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল–নাসর।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ