মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এ আবেদন জানান। ডেইলি সাবাহ জানিয়েছে, জাতিসংঘ প্রধান গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই তহবিল দিয়ে তুরস্কের ৫২ লাখ মানুষকে আগামী ৩ মাস মানবিক ত্রাণ সরবরাহ করা হবে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই অর্থ ত্রাণ বিতরণকারী সংস্থাগুলোকে দ্রুত খাদ্য নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, পানি ও আশ্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা বাড়াতে সহযোগিতা করবে। ‘জরুরি ভিত্তিতে প্রচুর মানুষের সাহায্য প্রয়োজন, মানুষ কষ্ট পাচ্ছে । সুতরাং নষ্ট করার মতো কোনো সময় নেই,’ বিবৃতিতে বলেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এটি আমাদের সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যয়কর এই পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে পুনর্বাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ অর্থায়ন করার আহ্বান জানাচ্ছি।’ গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এতে দুই দেশ মিলে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছন। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৩৬ হাজারের বেশি। ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির অন্তত ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি। এর আগে গত সপ্তাহে তুরস্কের পরিস্থিতি পরিদর্শন করেন জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। ওই সময় তিনি বলেন, তুরস্কের জনগণ হৃদয়বিদারক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই বিপর্যয়কে তিনি ওই অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর দুর্যোগ বলেও উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।