Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বিবিসির কার্যালয়ে ৬০ ঘণ্টাব্যাপী তল্লাশি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ভারতে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন দেশটির আয়কর কর্মকর্তারা। অবশেষে অভিযানের সমাপ্তির কথা জানা গেলো। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয় এ অভিযান। বৃহস্পতিবার রাতে অভিযান শেষ হয়। অভিযান শুরু হওয়ার পর থেকে দিল্লির কার্যালয়ের অন্তত ১০ জ্যেষ্ঠ কর্মী বাড়িতে যাচ্ছিলেন না। অবশেষে বাড়ি ফিরেছেন তারা। ধারণা করা হচ্ছে, সম্প্রতি মোদীবিরোধী তথ্যচিত্র নির্মাণ করায় এমন অভিযান চালায় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির আয়কর বিভাগ এ নিয়ে একটি বিবৃতি প্রদান করতে পারে। দেশটির আয়কর কর্মকর্তারা বিবিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপসহ আনুষঙ্গিক জিনিস পরীক্ষা করেছেন বলে জানা গেছে। আয়কর কর্মকর্তারা বিবিসির কর্মীদের কাছ থেকে আর্থিক তথ্য সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন নথিও সংগ্রহ করেন। তবে তারা বলছেন, কর ফাঁকি ও ‘ট্রান্সফার প্রাইসিং’ সংশ্লিষ্ট বিষয় ‘সমীক্ষা’ করে দেখা হচ্ছে। দিল্লির বিবিসি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছে, তারা প্রতিদিনের মতোই সংবাদ সম্প্রচার করছে এবং অনেক কর্মী বাড়ি থেকে কাজ করছেন। টুইটারে অভিযান শেষ হওয়ার বিষয়টি বিবিসির তরফে নিশ্চিত করা হয়েছে। তারা এ ব্যাপারে আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছে। গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির আলোচিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন’ প্রকাশের কয়েক সপ্তাহ পরেই এই অভিযান চালানো হলো। গুজরাটে ২০০২ সালে মুসলিমবিরোধী দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ঘিরে ওই তথ্যচিত্র তৈরি করা হয়। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ