মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একদল বন্দুকধারী নিজেদের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে এক জনপ্রিয় ইরাকি নারী সাংবাদিককে অপহরণ করেছে। ওই সাংবাদিক দেশব্যাপী ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। গত সোমবার রাতে রাজধানী বাগদাদের সাইদিয়া জেলার নিজ বাড়ি থেকে একদল বন্দুকধারী নিজেদের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় সাংবাদিক আফরাহ শাওকি আল-কাইসিকে। এই ঘটনার নিন্দা জানিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি ওই সাংবাদিককে বাঁচাতে নিরাপত্তা বাহিনীকে সর্বশক্তি নিয়োগ করার আদেশ দিয়েছেন। বাগদাদের গভর্নর আলী তামিমি সাংবাদিক অপহরণের সমালোচনা করে এই ঘটনাকে ‘বর্বর’ বলে উল্লেখ করেন। বাগদাদভিত্তিক জার্নালিস্টিক ফ্রিডমস অবজারভেটরি জিয়াদ আল-আজিলি বলেন, গত সোমবার রাত ১০টার দিকে কাইসির বাড়িতে আট অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে নিজেদের নিরাপত্তা বাহিনীর লোক বলে পরিচয় দেয়। কাইসিকে অপহরণ করার আগে তার গাড়ি, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং মোবাইল ফোনও চুরি করে নিয়ে যায় তারা। এর আগে কাইসির ১৬ বছর বয়সী ছেলে ও তার দেবরকে বেঁধে ফেলে ওই অস্ত্রধারীরা। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাইসিকে বাসা থেকে অপহরন করার সময় ওই অস্ত্রধারীরা সাদা পোশাকে ছিল। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।