Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দেখতে চায় না -খেলাফত মজলিস নেতৃবৃন্দ

১১ মার্চ জাতীয় ওলামা সম্মেলনে কর্মসূচি আসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪১ পিএম

ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস প্রণেতা জাফর ইকবাল গংরা দেশের দুশমন। এসব দুশমনদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৯২% মুসলমানের দেশের জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দায়িত্বে দেখতে চায় না। জনগণের আস্থাভাজন ব্যক্তিকেই শিক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল আলেম ওলামাদের রমজানের আগেই মুক্তি দিতে হবে। অন্যথায় ১৭ রমজান বদর দিবসেই কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে। আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী আয়োজিত পূর্ব ঘোষিত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দশ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের মহানগরী সভাপতি মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসাইন, মাওলা তাফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরিফ হোসেন, মাওলানা কামাল উদ্দিন ফারুকী ও মাওলানা রাকিবুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ