মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির বার্লিনে লরি হামলার কয়েক ঘণ্টা আগেই সেই পোলিশ চালককে গুলি করে হত্যা করা হয়। ওই চালকের ময়নাতদন্তের পর জার্মান সংবাদমাধ্যম সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে। গত সোমবার বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে বড়দিনের ভিড়ে সন্দেহভাজন জঙ্গি আনিস আমরি লরি চালিয়ে ১২ জনকে খুন এবং ৪৯ জনকে আহত করে। ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, পোলিশ চালক লুকাস আরবানকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং সন্দেহভাজন হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন। তবে জার্মান সংবাদপত্র বিল্ডকে ডাক্তাররা জানিয়েছেন, হামলার অনেক আগেই তাকে হত্যা করা হয়। ময়নাতদন্তের পর ডাক্তাররা এই সিদ্ধান্তে পৌঁছান যে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে আরবানের মাথায় গুলি করা হয়। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আরবানের সঙ্গে বিকাল চারটায় শেষবার কথা বলেছিলেন তার লরি মালিক ও তার চাচাতো ভাই। ৩৭ বছর বয়সী লুকাস আরবান ৪০ টনের একটি লরি নিয়ে বার্লিনে আসেন। লরিটি থেমে থাকা অবস্থায় আরবানের ওপর হামলা করা হয়। রাত ৮টায় ওই লরি দিয়ে হামলা চালানো হয়। গত শুক্রবার ভোরে রোমের সেস্তো সান জিওভান্নি এলাকায় নিয়মিত টহল চালানোর সময় ইতালীয় পুলিশ আনিস আমরিকে হত্যা করে। এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইডি কার্ড দেখতে চাইলে পুলিশের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে ওই ব্যক্তি। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি জানিয়েছেন, কোনও সন্দেহ নেই নিহত ব্যক্তি আনিস আমরি। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির সঙ্গে আমরির ফিঙ্গার প্রিন্ট মিলে গেছে। এর আগে জার্মান কর্মকর্তারা জানিয়েছিলেন, বার্লিনের মার্কেটে চালানো হামলায় ব্যবহৃত লরিতে আমরির ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে। গত শনিবার তার ভাগ্নেসহ দুই জনকে গ্রেফতারের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমিরের ভাগ্নে তার মামার সঙ্গে পরিচয় লুকিয়ে এক টেলিগ্রাম অ্যাপস-এর মাধ্যমে কথা বলেছেন। এতে আরও দাবি করা হয়, আমিরের ভাগ্নের সঙ্গেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর যোগাযোগ রয়েছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।