Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ দেখতে চায় সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন : সাংবাদিকদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
আগামী নির্বাচন বিশ্বাস যোগ্য, সুষ্ঠু, অবাধ হবে। পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমরা আগামী নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২-এর ইইউ অ্যাম্বাসেডরস রেসিডেন্স অ্যাপার্টমেন্টে অ্যাম্বাসেডরদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিক একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে দল সংলাপে প্রেসিডেন্টের নির্দেশ উপেক্ষা করে। এমনকি ইলেকশন কমিশন তাদেরকে (বিএনপি) দুইবার সংলাপে আমন্ত্রণ করেছে। তবে সংলাপের ব্যাপারে বিএনপির বরাবরই একটা অনাগ্রহ রয়েছে। আসলে মনের দিক থেকে বিএনপি ইলেকশনে যেতে ইচ্ছুক নয়। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে। তাই হেরে যাওয়ার ভয়ে বিএনপি ক‚টকৌশল অবলম্বন করছে। তিনি বলেন, আমরা যে ইনফরমেশন পাচ্ছি তাতে বিএনপি ২০১৪-১৫ সালের মতো আবারও আগুন সন্ত্রাস, জঙ্গীবাদের ওপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। বিএনপি আন্দোলনের নামে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে। বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দখলের পায়তারা করছে। ইইউর সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইইউ এর সাতটি দেশের সঙ্গে কথা বলেছি। আগামী নির্বাচন সামনে রেখে রোলিং পার্টি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আজকে বৈঠকে আসা। তারা চায় আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে।

ইইউ আগামী নির্বাচন নিয়ে যা বলছে এ বিষয়ে ক্ষমতাসীন দল হিসেবে আপনাদের মতামত কী এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার বক্তব্যে বলেছেন আগামী নির্বাচন বিশ্বাস যোগ্য, সুষ্ঠু, অবাধ হবে। পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আজকে আমাদের বক্তব্যের কোনো ভিন্নতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন আমরা তাই প্রতিধ্বনি করেছি। একই সঙ্গে আমরা আগামী নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দেশনা বা মতামত ছিল কিনা এবং বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে কোনো পরামর্শ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তো কারো নির্দেশনা শুনব না। আমাদের নির্দেশনা আমাদের সংবিধান এবং আমাদের গঠনতন্ত্র। যা আমরা ফলো করি। আমাদের দেশে ইলেকশনের যত রিফর্ম হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং তার উদ্যোগেই হয়েছে। এমনকি ইলেকশনের জন্য একটি আইন ও সংসদে পাস হয়েছে।

তিনি বলেন, এখানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতাটা ছিল তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং তিনজন কমিশনার সিলেক্টর ছিলেন তিনি। সেই ক্ষমতারবলে তিনি ল’ ফুল্লি সার্চ কমিটি গঠন করেন ইন্ডিপেন্ডেন্ট লোকজনকে নিয়ে। তার মানে বাংলাদেশের ইতিহাসে ৭৫ সালের পরে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই উদ্যোগ নিয়েছেন। কাজেই আমরা ভালো একটা ইলেকশন চাই। ইলেকশন ব্যবস্থায় গণতন্ত্রকে আমরা আরও ম্যাচিউর দেখতে চাই। সে লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা তা করছি।

বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কি মত দিয়েছে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তাদের সঙ্গে খুব ফলপ্রসূ আলাপ আলোচনা করেছি। এখন তারা কী ভাবছে এটা তাদের বিষয়। তবে বিএনপি আগামী নির্বাচনে আসুক এটা তারা চায়। তারা চাচ্ছে বাংলাদেশে সকল নিবন্ধিত দলের একটা অংশগ্রহণ মূলক ইলেকশন হোক। বিএনপিকে আগামী নির্বাচনে আনার ব্যাপারে ইইউর কোনো পরামর্শ ছিল কিনা বা রোলিং পার্টি হিসেবে আওয়ামী লীগের উদ্যোগ কী থাকবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) এখানে মাঝে মধ্যেই আসে। আমরা তা দেখতে এবং শুনতে পাই। তারা তো চুপিচুপি আসে। গোপনে গোপনে আসে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।
##

 

 



 

Show all comments
  • Mohmmed Dolilur ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৫ এএম says : 0
    অবৈধ সরকারের পার্লামেন্টে একটি আইন পাশ করা হয়েছে,যেখানে একশত চল্লিশ হইতে ষাট জন এম পি বিনা ভোটের,এই আইন টি বলতে কাদেরের লজ্জা হয় না,আবার মুখ বাকা বুকা করে বলছেন সরকার নির্বাচন কমিশন কে সব রকম সহযোগিতা করবে,মাথায় কি গোবর আছে না কি ঘু আছে আপনারা বলেন,সে বলছে সরকার,আচ্ছা আপনারা জনগণ বলেন যেখানে কনডম এম পি নিয়ে বিল পাশ করে সরকার গঠন করেছেন,সেটি কে সরকার বলা যায়,এবং কি কনডম আইনের ক্ষমতা যদি হাতে নিয়ে দলগত ভাবে হাতে ক্ষমতা রেখে আবার নির্বাচন করেন সেটি কি হবে,সেটি তো কনডম থেকে খারাপ হবে,তবে যদি এই কনডম পার্লামেন্টের আইনের সরকার বলে ঠিক আছে,আমরা কনডম ক্ষমতায় থাকতে চাই না,মজবুত সরকারের হাতে নিরপক্ষ নির্বাচন হউক,তবে সচিবদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে,সেটি হবে জনগণের সরকার,সচিব সবাই এক সাথে যুক্তি করে একটি সরকার গঠন করবে,সেই সরকারের অধীনে নির্বাচন হবে,সেটি হবে সরকার,কিন্তু কাদের বলছেন সরকার সব সহযোগিতা করবে,কিন্তু সরকার কই,পকৃত সরকার হবে যখন সচিবদের হাতে ক্ষমতা যাবে,আসলে আসল সরকার হলো সচিব গন,পাঁচ বসর শেষ হবে অথবা না হবে তাতে কিছু আসে যাবে না,ক্ষমতার মালিক সব সময় সচিব গন,শুধু পাঁচ বসরের জন্য,উপদেষ্টা হিসেবে যে কোনো দল পাঁচ বসরের জন্য ক্ষমতায় আসেন,পাঁচ বসর পর সেই উপদেষ্টার তাবেদারি শেষ,কিন্তু এখন কাদেরের এই কনডম অবৈধ পার্লামেন্টের কনডম উপদেষ্টা কি ভাবে উপদেষ্টা থেকে নির্বাচন দিবে,আবার সে কোনো সরকার নয়,কনডম উপদেষ্টা,পাঁচ বসর শেষ হলে তো তাদের সরকারের অধীনে থাকার আইন নাই,তাহারা কনডম হয়ে যাবে,আর সরকারের সম্পূর্ণ ক্ষমতা থাকবে সচিবদের হাতে তারাই সরকার,এখন দেখছি কাদের বলছেন তারা না কি সরকার,
    Total Reply(0) Reply
  • Mohmmed Dolilur ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৫ এএম says : 0
    অবৈধ সরকারের পার্লামেন্টে একটি আইন পাশ করা হয়েছে,যেখানে একশত চল্লিশ হইতে ষাট জন এম পি বিনা ভোটের,এই আইন টি বলতে কাদেরের লজ্জা হয় না,আবার মুখ বাকা বুকা করে বলছেন সরকার নির্বাচন কমিশন কে সব রকম সহযোগিতা করবে,মাথায় কি গোবর আছে না কি ঘু আছে আপনারা বলেন,সে বলছে সরকার,আচ্ছা আপনারা জনগণ বলেন যেখানে কনডম এম পি নিয়ে বিল পাশ করে সরকার গঠন করেছেন,সেটি কে সরকার বলা যায়,এবং কি কনডম আইনের ক্ষমতা যদি হাতে নিয়ে দলগত ভাবে হাতে ক্ষমতা রেখে আবার নির্বাচন করেন সেটি কি হবে,সেটি তো কনডম থেকে খারাপ হবে,তবে যদি এই কনডম পার্লামেন্টের আইনের সরকার বলে ঠিক আছে,আমরা কনডম ক্ষমতায় থাকতে চাই না,মজবুত সরকারের হাতে নিরপক্ষ নির্বাচন হউক,তবে সচিবদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে,সেটি হবে জনগণের সরকার,সচিব সবাই এক সাথে যুক্তি করে একটি সরকার গঠন করবে,সেই সরকারের অধীনে নির্বাচন হবে,সেটি হবে সরকার,কিন্তু কাদের বলছেন সরকার সব সহযোগিতা করবে,কিন্তু সরকার কই,পকৃত সরকার হবে যখন সচিবদের হাতে ক্ষমতা যাবে,আসলে আসল সরকার হলো সচিব গন,পাঁচ বসর শেষ হবে অথবা না হবে তাতে কিছু আসে যাবে না,ক্ষমতার মালিক সব সময় সচিব গন,শুধু পাঁচ বসরের জন্য,উপদেষ্টা হিসেবে যে কোনো দল পাঁচ বসরের জন্য ক্ষমতায় আসেন,পাঁচ বসর পর সেই উপদেষ্টার তাবেদারি শেষ,কিন্তু এখন কাদেরের এই কনডম অবৈধ পার্লামেন্টের কনডম উপদেষ্টা কি ভাবে উপদেষ্টা থেকে নির্বাচন দিবে,আবার সে কোনো সরকার নয়,কনডম উপদেষ্টা,পাঁচ বসর শেষ হলে তো তাদের সরকারের অধীনে থাকার আইন নাই,তাহারা কনডম হয়ে যাবে,আর সরকারের সম্পূর্ণ ক্ষমতা থাকবে সচিবদের হাতে তারাই সরকার,এখন দেখছি কাদের বলছেন তারা না কি সরকার,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ